Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালক রাজ চক্রবর্তীর বাবা মারা গেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৩:৫২ পিএম

না ফেরার দেশে চলে গেলেন কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গত দু'দিন আগেই কৃষ্ণ শঙ্করের করোনা পজিটিভ আসে। এছাড়াও বার্ধক্যজনিত ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তাই ফরটিস হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজের বাবা।

এর আগে নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে এক টুইট বার্তায় রাজ চক্রবর্তী লেখেন, আমি কোভিড-১৯ পজিটিভ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বাবাও হাসপাতালে ভর্তি আছেন। তবে বাবার করোনা নেগেটিভ এসেছে। পরিবারের বাকি সদস্যদেরও করোনা টেস্ট করা হবে।

যেহেতু করোনা আক্রান্ত হয়ে কৃষ্ণ শঙ্কর মারা গেছেন, তাই কলকাতা পুরসভার তরফে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন রাজ চক্রবর্তী। আজ রাতে রাজের কোভিড টেস্ট রিপোর্ট আসার কথা। ফলে বাবাকে শেষবারের মতো তিনি দেখার সুযোগ পাবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ