Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপ্তাই- রাইখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত

কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৩:২২ পিএম

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হলো রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টা নাগাদ নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর আহত অবস্হায় স্হানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল এ নেবার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেবার সময় রাত ৯ টায় পথের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার(২৮ আগস্ট) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ