Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালজমিন দিয়ে শুরু হচ্ছে নাটকের মঞ্চায়ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১০:৪৮ এএম

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন। সন্ধ্যা সোয়া ৭টায় মোমেনা চৌধুরী’র একক অভিনিত নাটক ‘লালজমিন’ এর ২৪৪তম মঞ্চায়নের মাধ্যমে প্রায় পাঁচ মাস বিরতির পর আবার সক্রিয় হতে যাচ্ছে নাট্যাঙ্গন। শূন্যন রেপার্টরি প্রযোজিত এ নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন মোমেনা চৌধুরী নিজেই। স্বাস্থ্যবিধি মেনে এটি হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘সরকার ধীরে ধীরে সব খুলে দিচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানতে শর্তারোপ করছে। আমরা সেটি মেনেই মঞ্চায়ন করছি। আমি মনে করি, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। আমাদের আরও বহুদিন করোনা নিয়ে বাঁচতে হবে। তাই নিউ নরমাল জীবনে অভ্যস্ত হতে হবে। এখন অফিস-আদালত, হাট-বাজার সবই চলছে; তাহলে থিয়েটার হবে না কেন? আমি নিজেও টেলিভিশনের কয়েকটি নাটকের শুটিং করলাম। সে কারণেই এই উদ্যোগটি নিয়েছি। জানা যায়, মহিলা সমিতি মিলনায়তন পুরোপুরি জীবাণুমুক্ত করার পাশাপাশি আগত দর্শকদের শরীরের তাপমাত্রা মেপে হলে প্রবেশ করানো হবে। এছাড়া দর্শকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই পুরো কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত পাঁচ মাসের উপরে নাট্যাঙ্গনে মহড়া, শো-সহ সকল ধরণের কার্জক্রম বন্ধ। করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে সারাদেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন। তাই বন্ধ রয়েছে শিল্পকলা একাডেমি এবং মহিলাসমিতির মিলনায়তনগুলো। সব কিছুই যখন আস্তে আস্তে শুরু হচ্ছে তাই নাট্যকর্মীরাও আর ঘরে বসে থাকতে চাইছে না। আশা করা হচ্ছে ২৮ তারিখে ‘লালজমিন’ নাটকের শো’র পর অনেক দলই আবার নাটক মঞ্চায়নে আগ্রহী হয়ে উঠবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ