প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নাটক প্রচারের ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিফিল্ম প্রচার করবে চ্যানেলটি। প্রতি শুক্রবার রাত ৯ টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত ৮.৩০ মিনিটে টেলিফিল্ম প্রচার হবে। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১ টায় একক নাটক প্রচার হবে। সবমিলিয়ে সপ্তাহে পাঁচটি একক নাটক এবং একটি টেলিফিল্ম দেখতে পাবেন দর্শকরা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নতুন সূচী। এ দিন রাত ১১ টায় প্রচার হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিনসহ আরও অনেকে। নাটকের এই নতুন সূচী সম্পর্কে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এ এম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিফিল্ম প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শকশ্রেণী তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খÐ নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা খÐ নাটক আরও বেশি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।