Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী চলচ্চিত্রে আশার সঞ্চার করেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১০:৪৫ এএম

সিনেমা হল সংস্কার এবং পুনর্গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হল প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এ খাতের সঙ্গে যুক্ত সবাই বেশ আনন্দিত। প্রধানমন্ত্রী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট বলেছেন, প্রধানমন্ত্রী খাদের কিনারে থাকা চলচ্চিত্রকে নতুন করে প্রাণ দিলেন। এটা ছিলো আমাদের দীর্ঘদিনের দাবি। বহুদিন ধরেই আমাদের চলচ্চিত্র চরম মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ১৪শ’ সিনেমা হলের জায়গায় এখন সংখ্যা দুই অংকের ঘরে নেমে এসেছে। আগে যেখানে ছবি হতো শতাধিক এখন সে সংখ্যা ৪০ এর ঘরে। ফলে সিনেমা হল থাকবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দেয়। চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন নেতা হিসেবে আমারা প্রধানমন্ত্রীর উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত প্রস্তাব দ্রুত বাস্তবায়ন হলে আশা করছি, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নির্মিতব্য ছবিগুলো মহাসমারোহে দর্শক হলে গিয়ে উপভোগ করতে পারবে। সে সঙ্গে আমরাও একটি ঐতিহাসিক সময়ের অংশীদার হতে পারবো। এখন প্রয়োজন দ্রুততম সময়ের অন্তত ১৫ বছর মেয়াদী একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা। এতে সিনেমা শিল্পের বিকাশের পথ আরও টেকসই ও উন্নত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। সম্রাট বলেন, আশা করছি, প্রত্যাশিত ঋণ পেয়ে বন্ধ থাকা অনেক হলে আবারও দর্শক সমাগম হবে। হলগুলো সংস্কার ও আধুনিকায়নের ফলে পারিবারিক দর্শকও ফিরে আসবে। সরকারের এ উদ্যোগে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টিশীল তরুণদের মানসিক বিকাশেও ভূমিকা রাখবে।



 

Show all comments
  • মাহাবুবা চৌধুরী ২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৩ এএম says : 0
    অভিনন্দন ও শুভকামনা
    Total Reply(0) Reply
  • মাহাবুবা চৌধুরী ২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৩ এএম says : 0
    অভিনন্দন ও শুভকামনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ