Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় একদিনে ভারতে মৃত্যু-আক্রান্তের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১০:৩২ এএম

ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ নতুন রেকর্ড হচ্ছে। এতোদিন গড়ে আক্রান্তে সংখ্যা ৬০ এর কোটায় থাকলেও গত ২৪ ঘণ্টায় তা ৭৫ কোটায় গিয়ে ঠেকেছে। এদিন ৭৮ হাজার মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন। যা ভারতে একদিনে রেকর্ড।

করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট ভারতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে এক হাজারের বেশি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জনের। একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ৬৫ জন।

ভারতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ৬১ হাজার ৭০০ জন।

এই সময় জানায়, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।

গত ৪ আগস্ট থেকে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মোট শনাক্তে তৃতীয় স্থানে থাকা ভারত। এদিকে মোট মৃতের সংখ্যায়ও মেক্সিকোকে টপকে দু-একদিনের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। দু’দেশের মৃতের সংখ্যার ব্যবধান এক হাজারের কম।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।



 

Show all comments
  • salman ২৮ আগস্ট, ২০২০, ১০:৪৮ এএম says : 0
    Gorur...,Mut khaiyaa kono kaj hoi nai? Allah & Muslim der kasay khoma cha. Babri Mosjid Punorai toiri kora, mondir bond kor, na hoi khoma nai. Dhongsho hoyee jabi ....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ