মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার মাত্র ২৯ বছর বয়সেই বুকার জিতে বিশ্বকে চমকে দিলেন লন মার্কি লুকাস রিনভেল্ড।২০২০ সালে তিনি যে উপন্যাসটির জন্য বুকার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন, সেটির নাম হলো, দ্য ডিসকমফর্ট অব ইভিনিং। এটি তার মাতৃভাষায় লিখিত। -কাউন্টার পাঞ্চ, দ্য গার্ডিয়ান
তিনিই প্রথম ডাচ ঔপন্যাসিক যিনি এই পুরস্কার পাচ্ছেন । এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই পুরস্কারের অংশীদার তিনিও। দ্য ডিসকমফর্ট অব ইভিনিং বইটির কেন্দ্রীয় চরিত্র একটি দশ বছরের বালিকা, যার নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে যায়নি বলে তার ওপর রাগ করে। রীতিমতো অভিশাপও করে। তার কথা ফলেও যায়। সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের। ঘটনার অভিঘাতে পঙ্গু হয়ে যায় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি আবর্তিত হয় তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই।
পুরস্কারপ্রাপ্ত রিনভেল্ড পেশায় একটি ডেইরি ফার্মে চাকরি করেন। তিনি নিজেও অল্পবয়সে ভাইকে হারিয়েছেন। সেই বিষাদের ছায়াতেই এই উপন্যাস নির্মিত। তিনি গতকাল বৃহস্পতিবার গার্ডিয়ানকে বলেন, এ উপন্যাসটির বড়ো অংশই অটোবায়োগ্রাফিক্যাল। তবে সম্পূর্ণ নয়। বুকার পুরস্কার কমিটির প্রধান বিচারক টেড হডকিনসন বলেন, ব্যতিক্রমী বিষয়, অবিশ্বাস্য প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাস আমাদের এই রিক্ত বাস্তব থেকে ক্রমেই অনতিক্রম্য সময়রেখায় নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।