Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম মার্কিন লেখক হিসেবে ম্যান বুকার পেলেন পল বিটি

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লেখক পল বিটি সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জয় করেছেন। প্রথম মার্কিন লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করলেন। বিবিসি বলছে, বর্ণবাদকে ঘিরে ব্যঙ্গধর্মী দ্য সেলআউট উপন্যাসের জন্য তিনি পুরস্কারটি জয় করেছেন। ডাচেস অব কর্নওয়াল লন্ডনের গিল্ডহলে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিটির হাতে ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬০ লাখ টাকা) অর্থমূল্যের এই পুরস্কার তুলে দেন। দ্য সেলআউট উপন্যাসের গল্প একজন কৃষ্ণাঙ্গ তরুণকে ঘিরে আবর্তিত হয়েছে। ওই তরুণ লস অ্যাঞ্জেলেসের শহরতলীতে বর্ণবাদ ও দাসপ্রথা পুনরায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ২০১৬ সালের ম্যান বুকার বিচারক প্যানেলের প্রধান আমান্ডা ফোরম্যান বলেন, এই বই অলঙ্ঘনীয় সামাজিক বিধিনিষেধগুলোকে নির্মমভাবে ব্যবচ্ছেদ করেছে। পুরস্কার গ্রহণ করার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ৫৪ বছর বয়সী এই লেখক বলেন, এ বেশ কঠিন একটি বই, লিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আমি জানি এটি পড়াও বেশ কঠিন। ১৯৬২ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী পল বিটি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। ইতোপূর্বে তার লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে স্লামবারল্যান্ড, টাফ অ্যান্ড দ্য হোয়াইট বয় শাফল উল্লেখযোগ্য। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় অন্য যে বইগুলো ছিল সেগুলো হচ্ছেÑ যুক্তরাজ্যের ডেবোরা লেভির হট মিল্ক, যুক্তরাজ্যের গ্রায়েমি মাকরে বার্নেটের হিজ ব্লাডি প্রজেক্ট, মার্কিন লেখক ওটেসা মোশফেগের ইলেন, কানাডার ডেভিড সাজলের অল দ্যাট ম্যান ইজ এবং কানাডার ম্যাডেলিন থেইনের ডু নট সে উই হ্যাভ নাথিং। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম মার্কিন লেখক হিসেবে ম্যান বুকার পেলেন পল বিটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ