এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরাও
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ সমতার উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি
২০১৬ সালের সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জয় করেছেন দক্ষিণ কোরিয়ার নারী লেখক হান কাঙ। মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করে লেখা ‘দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি বুকার পেলেন। উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ। বিচারক প্যানেলের চেয়াম্যান বয়েড টনকিন বলেন, দক্ষিণ কোরিয়ান লেখক হান কাঙের কাজটি ছিল অবিস্মরণীয়ভাবে শক্তিশালী এবং মৌলিক। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ মূল লেখক হান এবং তার ব্রিটিশ অনুবাদক স্মিথ উভয়ের মাঝে ভাগ করে দেওয়া হবে। ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক হান কাঙের প্রথম উপন্যাস এটি যা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। হান বলেন, নিজের একটি ছোটগল্প ‘দ্য ফ্রুট অব মাই উইমেন’ পরিমার্জনা করতে গিয়ে এই উপন্যাসটির গল্প মাথায় আসে। হান বলেন, গল্পটি শেষ করার পর আমি অনুভব করতে পারি, আমার ভেতরে ব্যাখ্যার অতীত কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে যা আমাকে এইসব চিত্ররাশি নিয়ে পুনরায় কাজ করতে বাধ্য করে।
য় মেহেরীন কুইজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।