Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৩:০৩ পিএম

রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজ থেকে মণি (২২) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তার বাড়ি নগরীর হাজরাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। তার লাশ বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের বাস থেকেই উদ্ধার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি। আমরা দুপুরের দিকে গিয়ে শুধুমাত্র তার লাশ উদ্ধার করলাম। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই আমরা লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবো। এরপর আমরা তদন্ত কাজ অব্যাহত রাখবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ