Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা নিতে দেরি করলে সর্বনাশ : মোদিকে দেড় শতাধিক শিক্ষাবিদের চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ২:৫১ পিএম

শিক্ষার্থীদের পরীক্ষা নিতে দেড় শতাধিক শিক্ষাবিদ চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠিতে তারা উল্লেখ করেন, দেরি করলে সর্বনাশ হবে। চিঠিতে শিক্ষাবিদরা লিখেছেন, এই পরীক্ষা গ্রহণে আর যদি বিলম্ব হয়, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আহ্বানে ভার্চুয়াল বৈঠকে বসেন সাত অবিজেপি মুখ্যমন্ত্রী। -টাইমস অব ইন্ডিয়া

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার অনুরোধ করুক। না করলে তারাই শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করবেন। শুক্রবার এই ইস্যুতে ভারতে প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস। শিক্ষাবিদরা চিঠিতে মোদীকে এও বলেছেন, কেউ কেউ তাদের রাজনৈতিক স্বার্থে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে লাখ লাখ ছেলেমেয়ের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের উচিত দ্রুত তা নিরসন করা।

শিক্ষাবিদরা বলেন, মহামারীর অযুহাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, স্বপ্ন নিয়ে আপস করা উচিত হবে না। যে দিন নির্ধারিত হয়েছে, সেই দিনগুলোতেই ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হোক। কোনও কিছুর বিনিময়েই এই সময় আমরা লাখ লাখ ছাত্রছাত্রীদের ফিরিয়ে দিতে পারব না। শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি দিল্লি, লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উপাচার্যরা। একই সঙ্গে ইউনিভার্সিটি অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সহ জেরুজালেম, ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় অধ্যাপকরাও এই চিঠিতে স্বাক্ষর করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ