Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত : প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ২:৩১ পিএম

গত মঙ্গলবার (২৫ আগস্ট) ফিলিস্তিনের রামাল্লায় ব্রিটিশ পররাষ্টমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট মাহমুদা আব্বাস বলেন, আরব রাষ্ট্রগুলোর আগে ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে আলোচনায় বসে শান্তি চুক্তি করতে হবে। শান্তি আলোচনায় আরব-ইসরায়েলের ভূমিকা না থাকার কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এতে তেলআবিবের সঙ্গে অন্যান্য আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক স্থাপন কোনো ভূমিকা রাখবে না’।
আব্বাস আরো বলেন, ‘আরব রাষ্ট্রগুলোর মতো ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনকে স্বাভাবিক সম্পর্ক গড়তে বলে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। বরং প্রথমে ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করে সব দেশের সঙ্গে রাষ্ট্রীয় আইন মতে শান্তি পরিকল্পনা করা যাবে।’
এ সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতিয়াহসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসরায়েল-আমিরাত স্বাভাবিক সম্পর্কের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম সফর।
তিনি আরো বলেন, ‘১৯৬৭ সালের সীমারেখায় ইসরায়েলের ফেরা ও ফিলিস্তিনবাসীর রাষ্ট্রীয় স্বাধীনতা ছাড়া আমাদের দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না।’
এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ব্রিটেন ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিতে পারে। ’৬৭ সালের সীমারেখায় ফিরে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি নিরাপদ ও শান্তিকামী দেশ হতে পারবে।’ সূত্র : আলজাজিরা নেট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ