Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে চিত্রশিল্পী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ২:২২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক চিত্রশিল্পী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর কনফিডেন্ট ফ্যাক্টরির সামনে শামীম মিয়া নামের এই চিত্রশিল্পী নিহত হয়েছেন। এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় আরো একজনের হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের চিত্রশিল্পী শামীম হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে সোনারগাঁওয়ের জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ের কাজে যাচ্ছিলেন। পথে নয়াপুর কনফিডেন্স ফ্যাক্টরির সামনে অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট–২২-১০-২৭) চিত্রশিল্পীদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে শামীম হোসেন নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ