মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন সরকারের চাপ সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্যাস কিনবে ইরাক। ইরাকের তেলমন্ত্রী ইহসান আব্দুল জব্বার গতকাল (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, তার দেশ নিজেই গ্যাস উৎপাদনের পরিকল্পনা করছে এবং সেইভাবে প্রকল্প হাতে নিয়েছে। তা সত্ত্বেও ইরান থেকে ২০২৫ সাল পর্যন্ত ইরান থেকে গ্যাস কেনা প্রয়োজন হবে।
ইরাক তার নিজের তেল এবং গ্যাসের অভ্যন্তরীণ চাহিদা নিজেই পূরণ করুক -এমন চাপ রয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইরাকের অবকাঠামো সেই চাহিদা পূরণ করতে সক্ষম নয়। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাক সরকার প্রতিবেশী ইরান থেকে বিপুল পরিমাণ গ্যাস আমদানি করতে বাধ্য হয়।
ইরাকের প্রতিদিনের বিদ্যুৎ চাহিদার বিরাট অংশ পূরণ হয় ইরান থেকে আমদানি করা বিদ্যুৎ দিয়ে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের কাজেও ইরান থেকে আমদানি করা গ্যাস ব্যবহার করে ইরাক।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।