মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের ভারতের অবস্থা ভয়াবহ। প্রতিদিন গতে ৬০ হাজারের বেশি মানুষ শনাক্ত হচ্ছেন। আর মৃত্যুবরন করছেন শত শত মানুষ। সরকারি হিসাবের বাইরে
অবস্থা আরও খারাপ। মোদী সরকার কোনোভাবেই করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না।
বলা যায়, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) হটস্পট। টানা ২৩ দিন দক্ষিণ এশিয়ার দেশটি দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে। এনডিটিভি এবং ওয়ার্ল্ডো মিটারের তথ্যে এমন ভয়াবহ চিত্রে উঠে এসেছে।
এনডিটিভি জানায়, গত ৪ আগস্ট থেকে ভারত দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ প্রায় ৭০ হাজার পর্যন্ত গিয়ে স্পর্শ করেছে। সাধারণত ৬০ হাজারের ওপরেই থাকছে দৈনিক সংক্রমণ।
বুধবারের ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ভারতে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।
দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ। আর ৪০ হাজারের বেশি শনাক্ত নিয়ে তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩২ লাখ ৩১ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৬১২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।