Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, পম্পেওকে হতাশ করল সুদান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৯:৫২ এএম

এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হতাশ করল সুদান। ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক উন্নয়নের এক মিশনে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরই অংশ হিসেবে সুদান সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেখান থেকে তাকে খালি হাতেই ফিরতে হলো।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন পম্পেও। তবে ওই বৈঠকের পর সুদানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই।

এর আগে মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ধাপে সুদানের রাজধানী খার্তুমে মঙ্গলবার পম্পেওকে বহনকারী বিমান অবতরণ করে। এই প্রথমবার ইসরায়েল থেকে সরাসরি কোনও ফ্লাইট সুদানে নামলো, কেননা তেলআবিবের সঙ্গে খার্তুমের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

২০০৫ সালের পর এই প্রথম শীর্ষ কোনও মার্কিন কর্মকর্তা সুদান সফর করলেন। এদিকে সুদানে যাওয়ার আগে এই সফর নিয়ে একটি টুইট করেন পম্পেও। সেখানে তিনি বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি ইসরায়েল থেকে সুদানে আমাদেরটাই হচ্ছে বিরতিহীনভাবে প্রথম আনুষ্ঠানিক ফ্লাইট।

সূত্র: মিডল ইস্ট আই



 

Show all comments
  • Mujib Hassan ২৬ আগস্ট, ২০২০, ৪:২৪ পিএম says : 0
    সুদান গরিব হতে পারে, কিন্তু তাদের মর্যাদা অনেক উঁচুতে!
    Total Reply(0) Reply
  • আলমগীর হোসেন ২৬ আগস্ট, ২০২০, ৪:৩১ পিএম says : 0
    সুদান সরকার কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • সনিয়া ২৬ আগস্ট, ২০২০, ৪:৩৪ পিএম says : 0
    মুসলিম দেশগুলোর এখনই ঐক্যবদ্ধ না হলে ওরা মুসলমানদেরকে ধ্বংস করার অপচেষ্টা অব্যাহত রাখবে
    Total Reply(0) Reply
  • শামীম সারোয়ার ২৬ আগস্ট, ২০২০, ৪:৩৪ পিএম says : 0
    প্রধানকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে হবে
    Total Reply(0) Reply
  • ফারুক হোসাইন ২৬ আগস্ট, ২০২০, ৪:৩৫ পিএম says : 0
    হে আল্লাহ সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে এবং মুসলমানদেরকে তোমার পথে থাকার তৌফিক দান করো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ