Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ে ফিরছেন মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৩:৪৬ পিএম

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে গেল মার্চ থেকে ঢাকায় সিনেমার শুটিং বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করে নাটকের শুটিং শুরু হলেও, এখনো ছন্দে ফিরতে পারেনি চলচ্চিত্রপাড়া। তবে স্বল্প পরিসরে কিভাবে শুটিং করা যায়, এখন তা নিয়েই চলছে বিস্তর আলোচনা। শোনা যাচ্ছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই অসম্পূর্ণ ও নতুন সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতারা।

এদিকে শুটিং বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে ঘরবন্দি আছেন ঢাকায় সিনেমার তারাকারা। বলাই বাহুল্য লম্বা বিরতিতে একঘেয়েমি ভর করেছে তাদের। তাই নিজেদের কাজের জায়গায় ফিরতে উন্মুখ হয়ে আছেন অভিনয়শিল্পীরা।

জানা গিয়েছে, নতুন সিনেমার মধ্য দিয়ে শুটিংয়ে ফিরতে চলছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আর সেকারণে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন তিনি। এমনকি আগামী অক্টোবরেই শুটিং সেটে ফিরবেন এই চিত্রতারকা।

বিষয়টি সম্পর্কে বিদ্যা সিনহা জানিয়েছেন, 'প্রায় পাঁচ মাস ধরে শুটিং থেকে দূরে আছি। একঘেয়েমি চলে আসছে। আর ঘরে থাকতে চাই না। এবার কাজে ফিরতে চাই। আপাতত আমার হাতে কোনো কাজ নেই। তবে খুব শিগগিরই নতুন দুই সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হব। তাই নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম করছি। যেন কাজে ফিরতে অসুবিধা না হয়।'

এদিকে নির্মাতা রায়হান রাফির 'পরান' সিনেমার কাজ শেষ করেছেন মিম। এছাড়াও একই নির্মাতার 'ইত্তেফাক'র কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সিনেমার বাকি অংশের কাজ কবে শুরু হবে সেটিও জানেন না এই অভিনেত্রী।

উল্লেখ্য, করোনাকালে ঘরবন্দি সময়ে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন বিদ্যা সিনহা মিম। ইতোমধ্যে চ্যানেলটিতে তাহসানের সঙ্গে তার অভিনীত 'কানেকশন' নামের একটি নাটক মুক্তি পেয়েছে। এছাড়াও চ্যানেলটিতে শোবিজ তারকাদের নিয়ে একটি অনলাইন টক শো পরিচালনা করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ