Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনি তরুণ-তরুণীরা বেলুন যুদ্ধে উচ্ছ¡সিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

 

বহুদিন থেকেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অগ্নিসংযোগকারী ঘুড়ি ও বেলুনে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। প্রতিরোধের এমন নতুন কৌশলে উচ্ছ¡সিত ফিলিস্তিনের তরুণ-তরুণীরা। ইসরাইলের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মোকাবিলায় সাধারণ কিছু উপকরণের মাধ্যমে প্রতিরোধের এমন দারুণ উপায় উদ্ভাবন করতে পেরে তারা খুবই আনন্দিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই বেলুন যুদ্ধ নিয়ে এক বিশেষ প্রতিবেদন করেছে। তারা বলছে, ইসরাইলের জন্য এটি অশনি সংকেত। আল-জাজিরা জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ৭ জন ফিলিস্তিনির একটি দল ইসরাইল ও গাজা উপত্যকাকে পৃথককারী বাফার জোনে ঘাঁটি স্থাপন করেছে। তারা যে সাধারণ যাত্রী না, তা তাদের লাগেজ দেখে বোঝা যায়। এই দলে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার, দাহ্য উপাদানগুলির টুকরা, বেলুন এবং একটি প‚র্ণ মুখোশ রয়েছে। এই ফিলিস্তিনিরা নিজেকে বজ্র ইউনিট হিসাবে পরিচয় দেয়। তারা ইসরাইলে বেলুন এবং ঘুড়ি নিক্ষেপ করে থাকে। গোষ্ঠীটি একটি ছোট গুল্ম বা জলপাই গাছের নিচে লুকিয়ে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন প‚র্ণ করে এবং তাদের সাথে ছোট দাহ্য পদার্থ জুড়িয়ে দেয়। বাতাসের গতি লক্ষ্যে পৌঁছে ফায়ার-বেলুনগুলি ছেড়ে দেওয়া হয়। ইসরাইল এ ঘটনাকে অগ্নি-হামলা বলে আসছে। এ ধরনের হামলায় তাদের বেশকিছু ফসলি জমিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কেউ হতাহত না হলেও এর জবাবে টানা ১০ দিন গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামাসের বিভিন্ন প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে হামলা হলেও এতে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইউনিটের মুখপাত্র আবু ইউসেফ আল জাজিরাকে বলেন, ‘আমরা ইসরাইলি দখলদারদের অগ্নিবার্তা দিতে এখানে এসেছি। আমরা গাজা উপত্যকায় ১৩ বছর ধরে চলা অবরোধ আর সহ্য করতে পারছি না।’২৪ বছর বয়সী এ যুবক বলেন, ‘আমরা বলতে চাই, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আমাদেরও স্বাচ্ছন্দ্যের জীবন বেছে নেওয়ার অধিকার রয়েছে।’ আবু ওবাইদা নামের দলটির জ্যেষ্ঠতম সদস্য জানান, তারা বিপজ্জনক অগ্নিবেলুন হামলার পথ বেছে নিয়েছেন কারণ তারা মনে করছেন, কেউই গাজার দিকে খেয়াল করছে না। গাজার দুর্দশা দ‚র করতেই বাধ্য হয়ে এই ঝুঁকিপ‚র্ণ পথ বেছে নিয়েছেন তারা। পাঁচ সন্তানের বাবা ওবাইদা বলেন, ‘ইহুদিদের সঙ্গে আমাদের কোনও শত্রæতা নেই। আমাদের লড়াই সেই সরকারের বিরুদ্ধে যারা ১৩ বছর ধরে আমাদের অবরোধ করে রেখেছে।’ আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ