Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৫:৫৬ পিএম | আপডেট : ৭:০৪ পিএম, ২২ আগস্ট, ২০২০

নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের কিসামতপাড়ার ধান ক্ষেত থেকে আকলিমা (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গৃহবধু একই এলাকার আবেদ আলীর মেয়ে। তার স্বামী শরিফুল ইসলামের বাড়ি পার্বতীপুর হাবড়ায়। শনিবার সকাল ১১ টায় গলায় দড়ি পেচানো অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করতে এসে কৃষকরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান লাশ উদ্ধারের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশটিকে ফেলে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ