Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৫:৫১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২১ আগষ্ট) কাশিয়াগাড়ি রাঙ্গাতিপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ওই দিন দুপুরে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি রাঙ্গাতিপাড়া গ্রামের বিপিন চন্দ্র বর্মনের মেয়ে দিপালী রানী (৪৫) এর সাথে রংপুরের মাহিগঞ্জের দখিগঞ্জ গ্রামের খোকন বিশ্বাসের পুত্র মানিক চন্দ্র বিশ্বাস (৬২) এর প্রায় ২৬ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে ফাল্গনী বিশ্বাস (৮) নামে এক কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে মানিক চন্দ্র বিশ্বাস স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। এরপর স্ত্রী-সন্তানকে রেখে তিনি উলিপুর বাজারে যান। পরে দুপুরে শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও বেড়িয়ে পড়েন। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন শুক্রবার (২১আগষ্ট) সকালে স্থানীয় লোকজন শ্বশুর বাড়ির অদুরে একটি পুকুরে মানিক চন্দ্র বিশ্বাসের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। শ্বশুর বাড়ির স্বজন ও এলাকাবাসী অনেকেই জানায়, মানিক চন্দ্র বিশ্বাস দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন।

উলিপুর থানার ওসি তদন্ত রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ