Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, বাংলাদেশী শিক্ষার্থীদের বিরাট সুযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৪:৪১ পিএম

সউদী আরবের ভিশন-২০৩০ এর সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্তের একটি হলো শিক্ষা। তাছাড়া ইউনেস্কোর টেকশই উন্নয়ন পরিকল্পনা ২০৩০ এর অবিচ্ছেদ্য একটি অংশ শিক্ষা। দেশটির মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। মাধ্যমিক স্কুলের ২০২১ শিক্ষাবর্ষ থেকে তা বাস্তবায়ন করা হবে জানায় সউদীর শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক পরিকল্পনা বিষয়ক প্রধান অধ্যাপক ইবরাহিম আল হুমায়দান বলেন, ‘মাধ্যমিক স্তরের পরিবর্তিত শিক্ষা কার্যক্রম এখন প্রায় সম্পন্নের পথে। প্রাথমিকভাবে সউদী আরবের প্রায় একশ’ স্কুলে তা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষা পদ্ধতির পরিকল্পনা আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতির অনুসরণে প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা, মান, আচারণগত দিক থেকে সমাজ ও রাষ্ট্রের উপকারী করে তোলা হবে।’ একাডেমিকভাবে এতে ছয়টি ভাগ করা হয়েছে। বিজ্ঞান, কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান, মানববিক, ব্যবসাপ্রশাসন এবং শারিআহ। সব বিভাগকে সর্বোন্নত করে সাজানো হয়েছে। শিক্ষা পদ্ধতিটি একজন শিক্ষার্থীর সাবির্ক দক্ষতা বৃদ্ধিসহ পরবর্তী স্তরের জন্য যোগ্য করে গড়ে তুলবে।

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যও দেশটি হতে পারে উচ্চশিক্ষার আদর্শ স্থান। বর্তমানে সউদী আরবে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপের মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। তবে এ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য দেশের শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশীর সংখ্যা খুবই কম। অনেকে আবার জানেই না সউদী আরবে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধার কথা।

প্রবাসী বাংলাদেশীদের একটি বড় অংশ থাকে সউদী আরবে। উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া দেশটির শিক্ষা ব্যবস্থাতেও বৈপ্লবিক উন্নতি হচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন দেশের বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। রাজধানী রিয়াদের কিং সউদ বিশ্ববিদ্যালয়, জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, দাম্মাম বিশ্ববিদ্যালয়, মক্কা উম্মুল খোরা বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক মানসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশী শিক্ষার্থীদের এসব বিশ্ববিদ্যালয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষরাও।



 

Show all comments
  • Ibrahim ২১ আগস্ট, ২০২০, ৫:৩৯ পিএম says : 0
    বাংলাদেশের শিক্ষা্থীদের সৌদিতে লেখাপড়া করলে আখিরাত ও দুনিয়ার ভালাই হত। দেশ পেত উত্তম চরিত্রের মানুষ
    Total Reply(0) Reply
  • Rasel Hossain ২১ আগস্ট, ২০২০, ৭:১১ পিএম says : 0
    কি লেখেন বানান সঠিক হয় না,,,,সৌদি হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ