প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শিল্পী নিজেই।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে করোনার আক্রান্তের খবর জানিয়ে এস আই টুটুল লিখেছেন, 'গত তিনদিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং সেই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছি।'
ওই পোস্টে সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, 'আল্লাহ পাকের এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারব কিনা জানিনা? সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জানা-অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন।'
টুটুল আরও লেখেন, আপনাদের সবার উপরে প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। প্রতিটি নামাজের ওয়াক্তে আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।