মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ইতিহাসে প্রথম এশিয় এবং অ-শ্বেতাঙ্গ মহিলা হিসেবে কোনও বড় দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ডেমোক্র্যাট সিনেটর কমলা হ্যারিস। বুধবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থীপদ গ্রহণ করেন তিনি। এরপর দেয়া ভাষণের এক পর্যায়ে বলেন, ‘পরিবার মানে চিথি।’
তার এই মন্তব্যে আপ্লুত তামিলরা। খুশি সব ভারতীয়রাই।
গুগলের পরিসংখ্যান বলছে, কমলার ভাষণের পর ‘চিথি’ শব্দের মানে খুঁজতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ‘সার্চ ইঞ্জিনে’। মায়ের সূত্রে কমলা হ্যারিস চেন্নাইয়ের মেয়ে। বাবা জামাইকান হলেও কমলা মনেপ্রাণে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। সে কথা এর আগেও বহুবার বলেছেন তিনি। জীবনের সবথেকে বড় দিনেও সেই সংস্কৃতির হাতই ধরলেন ডেমোক্র্যাট প্রার্থী। পরিবারের কথা বলতে গিয়ে টেনে আনলেন ‘চিথি’দের প্রসঙ্গ। তামিল এই শব্দের অর্থ ‘খালা’। আমেরিকায় বেড়ে ওঠা কমলার কাছে যে পরিবার মানে খালা-ফুফু-চাচা-চাচী, সেটাই এ দিন আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। আর কমলার এই স্মৃতিচারণায় মুগ্ধ ভারতীয়রা। তার ভাষণের এই অংশ দিনভর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তামিলরা। কেউ বললেন, ‘কমলার জন্য গর্বিত’, তো কারও কথায়, ‘তোমাকে জিততেই হবে।’
এ দিনের ভাষণে মা শ্যামলা গোপালনের কথাও বলেন কমলা। ১৯ বছর বয়সে পড়াশোনার জন্য চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার মা শ্যামলা। মায়ের কথা আগেও বলেছেন কমলা, ‘চিথি’দের কথা সম্ভবত এই প্রথম। কমলাকে চেনেন এমন অনেকেই জানেন একটি ঘটনার কথা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য যখন লড়াই করছেন তিনি, তখন চেন্নাইয়ে তার খালা সরলাকে ফোন করে বলেছিলেন, তার সাফল্য কামনা করে কোনও মন্দিরে নারকেল ফাটিয়ে আসতে। তেমনটাই করেছিলেন কমলার খালা। এ দিন তার মুখে ‘চিথি’ শুনে অনেকেরই মনে পড়ে গিয়েছে সেই ঘটনার কথা। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।