প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার শুরু থেকে পুরো ঘরবন্দি সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। দীর্ঘ পাঁচ মাস তিনি বাসা থেকে বের হননি বলে জানান। এই সময়ে ঘরে থেকেই দু’একটি সচেতনতামূলক গানে কন্ঠ দিয়েছেন। তবে এবার সব ভয় উপেক্ষা করে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। মঙ্গলবার ‘ভালোবাসার গান’ শিরোনামের একটি গানে কন্ঠ দেন তিনি। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শান। একইসঙ্গে কনার সঙ্গে গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন শান নিজেই। কাজে ফেরা প্রসঙ্গে কনা বলেন, বাসায় থেকে ক্লান্ত হয়ে পড়েছি। শুধু কাজে ফেরার অপেক্ষায় ছিলাম। দিন গুনেছি কখন কাজে ফিরতে পারবো। অবশেষে দীর্ঘ সময় পর কোনো স্টুডিওতে গানে কন্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানটি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নাটকের গান। দারুণ রোমান্টিক কিছু কথা ও সুরে এটি করা হয়েছে। প্রথমবারের মতো শানের সঙ্গে নাটেকর জন্য গান করেছি। শান বলেন, করোনাকালীন সময়ে আমাদের শিল্পীদের সব ধরনের কাজ বন্ধ ছিলো। তবে এভাবে আর কত দিন থাকা যায়। তাই নতুন করে আবার সব শুরু করার চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।