Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের পরিচালনায় হোমায়েরা বশিরের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১০:৫২ এএম

প্রখ্যাত সংগীতশিল্পী মরহুম বশির আহমেদের কন্যা হোমায়েরা বশির নিয়মিত গান করছেন বিভিন্ন মাধ্যমে। মৌলিক গানের পাশাপাশি বাবার গাওয়া গানগুলো তিনি কাভার করেন প্রায়ই। তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই সংগীতশিল্পী ও কম্পোজার রাজা বশির। এবার হোমায়েরা কাভার করেছেন তর বাবার গাওয়া 'সন্ধান' চলচ্চিত্রের 'খুঁজে খুঁজে জনম গেলো' জনপ্রিয় এই গানটি। এবারের গানেও রাজা বশির রয়েছেন। রাজা গানটিতে নতুনভাবে সংগীতায়োজন করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির মূল সুরকার ও সংগীতপরিচালক ছিলেন আনোয়ার পারভেজ। এর একটি ভিডিও চিত্র তৈরি করা হয়েছে। হোমায়েরার কণ্ঠ ও অভিনয়ে নির্মিত গানটির ভিডিও নির্দেশনা ও সম্পাদনা করেছে, বশির আহমেদের ১৩ বছর বয়সী নাতি সারগাম বশির। সারগাম হোমায়েরা বশিরের ছেলে। সারগাম সাউন্ড স্টেশনের ব্যানারে প্রকাশিত ভিডিওটি নিয়ে হোমায়েরা বশির জানান, ২০১৪ সালে আমরা পারিবারিক এক সফরে ভারতের বিভিন্নস্থানে বেড়াতে যাই। তখন আমার ছেলে সারগামের বয়স ছিলো সাত বছর। সফরে আমার ছোট ভাই রাজা বশির তার ক্যামেরা ও ট্রাইপড আমাদেরকে দিয়েছিলো। রাজস্থানের মরুভ‚মিতে বেড়ানোর সময় হঠাৎ ক'রে সারগাম বলে, সে এখানে আমার একটি গান শ্যুট করতে চায়। সঙ্গে সঙ্গে আমিও ইউটিউব থেকে বাবার এই গানটি বের ক'রে শুটিংয়ের জন্য দাঁড়িয়ে যাই। তারপর ছেলের নির্দেশ মতো লিপসিং, এক্সপ্রেশন ও শট দিয়েছি। পরবর্তীতে দেশে এসে রাজা বশিরের সংগীতায়োজনে গানটিতে আমি কণ্ঠ দেই। কিন্তু দেশে আসার কিছুদিনের মধ্যে সারগামের শুটিং করা ভিডিও ফুটেজের হার্ডড্রাইভটি হারিয়ে যায়। গত কয়েকদিন আগে হার্ডড্রাইভটি খুঁজে পায় সারগাম। সারগামের বয়স এখন ১৩ বছর। ইতিমধ্যে সে তার মামা রাজা বশিরের কাছ থেকে ভিডিওগ্রাফী, লাইটিং, এডিটিংসহ আইটির নানান বিষয় রপ্ত করছে। গত ১৪ আগস্ট ছিলো সারগামের জন্মদিন। জন্মদিনে সে নিজের নির্দেশনা ও স¤পাদনায় নির্মাণ করা ভিডিওটি ইউটিউবে প্রকাশ করে আমাকে সারপ্রাইজড দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ