২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
লিভার বা যকৃত খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। পেটের উপরে ডানপাশে এর অবস্থান। মানুষের একটি লিভার থাকে এবং এটি শরীরের জন্য অত্যাবশ্যকীয় অঙ্গ। যখন বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি জমে লিভারের কার্যক্ষমতা ব্যাহত করে তখন তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে। এই অসুখ বর্তমানে অনেক বাড়ছে । বিভিন্ন কারণ এর জন্য দায়ী । নিয়ম না মেনে চললে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। তাই এই বিষয়ে সচেতন হতেই হবে।
ফ্যাটি লিভারের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে রয়েছেঃ
১। স্থূলতা। ২। রক্তে অনিয়ন্ত্রিত সুগার। ৩। এলকোহল। ৪। রক্তে অতিরিক্ত চর্বি। ৫। গর্ভাবস্থায়। ৬। হঠাৎ ওজন কমে গেলে।৭। বিভিন্ন ওষুধ। ৮। বিভিন্ন টক্সিন ইত্যাদি ।
ফ্যাটি লিভার ডিজিজ কে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই অসুখ আমাদের দেশে তেমন একটা দেখা যায়না। তবে যারা নিয়মিত অ্যালকোহল সেবন করেন তাদের এটা হতে পারে। আর দুই হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই গ্রুপের অনেক রোগী আমাদের দেশে দেখতে পাওয়া যায় । মাত্রাতিরিক্ত এবং নিয়মিত অ্যালকোহল গ্রহণের কারণে যকৃৎ বা লিভারে যে ফ্যাট জমা হয় তাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ।
অন্যদিকে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় অনিয়মের ফলে লিভারে যে ফ্যাট জমা হয় তাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়।
ফ্যাটি লিভারের বেশিরভাগ ক্ষেত্রেই কোন উপসর্গ থাকেনা। কারো কারো ক্ষেত্রে পেটের উপরের ডানদিকে অসুবিধা হয়। যখন আস্তে আস্তে লিভার সিরোসিস হয় তখন নানারকম উপসর্গ দেখা দিতে থাকে।এসব উপসর্গের মধ্যে আছেঃ
১। ক্ষুধামন্দা। ২। ওজন কমে যাওয়া। ৩। দুর্বলতা। ৪। ক্লান্তি। ৫।নাক দিয়ে রক্ত পড়া। ৬। জন্ডিস। ৭। পেট ব্যাথা। ৮। পেট ফুলে যাওয়া। ৯। পা ফুলে যাওয়া। ১০। মানসিক পরিবর্তন। ১১। চামড়ায় পরিবর্তন ইত্যাদি।
ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস । ডায়াবেটিস হলে লিভারে চর্বি জমার সম্ভাবনা অনেক বেড়ে যায় । ডায়াবেটিস হলে রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়ে । অতিরিক্ত এই ট্রাইগ্লিসারাইড লিভারে জমা হয়ে ফ্যাটি লিভার তৈরি করে।
বর্তমানে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে । বাড়ছে ফ্যাটি লিভারের সম্ভাবনা। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেই হবে। নাহলে হতে পারে ফ্যাটি লিভার। সেখান থেকে হতে পারে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। তাই সতর্ক হতে হবে। নিয়ম মানতে হবে।
ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।