Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেরুয়া হটাতে নির্বাচনের আগেই আসামে নতুন দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:১০ এএম

ভারতের উত্তর-প‚র্বাঞ্চলীয় আসাম রাজ্যে ২০২১ সালের রাজ্য নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আরো জোরদার হয়েছে। আগামী রাজ্য সংসদ নির্বাচনে গেরুয়া দলটিকে ক্ষমতাচ্যুত করতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মহাজোটে গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বুধবার রাজ্যের দুই প্রভাবশালী ছাত্র সংগঠন ও নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) বিরোধী অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ১৮ সদস্যের একটি প্যানেল গঠন করেছে। কিভাবে একটি রাজনৈতিক জোট গঠন করা যায় তার পরামর্শ দেবে এই প্যানেল। রাজ্যসভার সাবেক সদস্য ও সত্য একাডেমি পুরস্কার বিজয়ী লেখক নাগেন সাইকিয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক অরুপ কুমার দত্তকে আসাম এডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঝানু বড়ুয়া ও মেঘালয়ের সাবেক গভর্নর রনজিৎ শেখর মুশাহারিও কমিটিতে রয়েছেন। ফোরামের দুই কনভেনার হলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও পরিবেশবিদ কৃষ্ণগোপাল ভট্টাচার্য ও শিক্ষাবিদ বসন্ত দেকা। প্যানেলের প্রথমিক কার্যক্রম সমন্বয় করবেন আসু ও এজেওয়াইসিপি’র দুই সাধারণ সম্পাদক লুরিনজয়তি গগৈ ও পলাশ চাংমাই। বুধবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে আসু সভাপতি দীপঙ্ক কুমার নাথ বলেন, আসামের জনগণ আবারো একটি আঞ্চলিক শক্তিকে রাজ্যের রাজনীতিতে উঠে আসার জন্য প্রকাশ্যে সমর্থন দিয়েছে। সিএএ-বিরোধী আন্দোলন শুরুর পর থেকেই তারা আসু ও এজেওয়াইসিপি’কে বলে আসছে একটি নতুন আপোষহীন আঞ্চলিক শক্তি সৃষ্টির উদ্যোগ গ্রহণের জন্য। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার জনগণের আকাক্সক্ষা প‚রণে ব্যর্থ হয়েছে। তাই জনগণের স্বার্থ সুরক্ষার জন্য আসু ও এজেওয়াইসিপি বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। এই প্যানেল একাডেমিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলাদি ঠিক করবে। ছাত্র সংগঠনটি রাজনৈতিক দলের রূপ নিচ্ছে বলে হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনার জবাবে আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য জানান যে তারা সব সময় তাদের অরাজনৈতিক প্রকৃতিতে স্থির থাকবেন। আসুর সাধারণ সম্পাদক গগৈ বলেন, স্বাধীনতার পরবর্তী যুগে রাজনৈতিক অবিচারের কারণে আসামের জনগণের সামাজিক-রাজনৈতিক পথ চলা হোঁচট খেয়েছে। এজেওয়াইসিপি সাধারণ সম্পাদক চাংমাই বিজেপির মিত্র আসাম গণ পরিষদের তীব্র সমালোচনা করে বলেন, ২০১৬ সালের পর এই দল তাদের আঞ্চলিক চরিত্র জলাঞ্জলি দিয়েছে। তিনি বলেন, জাতীয় রাজনীতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে এজিপি জনগণের আস্থা হারিয়েছে। আর বিজেপিসহ যেসব দল সা¤প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আগামী রাজ্য সংসদ নির্বাচনে গেরুয়া দলটিকে ক্ষমতাচ্যুত করতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি যে মহাজোটে গঠনের উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে মঙ্গলবার বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধিন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্ট এবং আসু ও কৃষকমুক্তি সংগ্রাম সমিতিসহ অন্যান্য বিজেপি-বহির্ভুতদল ও সংগঠনকে নিয়ে একটি কোর কমিটির বৈঠকের আয়োজন করে। টিএনএন, এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ