Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলফাডাঙ্গায় পুলিশর অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৫:২৭ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবসরপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি সৈয়দ মনিরুল ইসলামের বাড়ি থেকে পিয়াসা বেগম (৫০) নামর এক গহকর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড় ১০টায় সৈয়দ মনিরুল ইসলামের গ্রামের বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়ার দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পিয়াসা বেগম গোপালপুর ইউনিয়নের মৃত বজলু মোল্যার স্ত্রী। নিহত পিপাসা বেগম ওই বাড়িতে গহকর্মী হিসেবে একাই থাকতন বলে জানা গেছে। বদরুল মোল্যা (৩৫) নাম ওই গহকর্মীর একটি ছেলে রয়েছে।
ঘটনা স্থলে বহস্পতিবার সকালে ফরিদপুর পুলিশ সুপার মো আলিমুজ্জামান বিপিএম পরিদর্শন করেছেন।

নিহত পিয়াসার বড় ভাই মহিউদ্দিন মিয়া জানান, আমার বোন ওই বাড়িত একাই থাকতেন। বুধবার দুপুর থেকে বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন পাচ্ছিলাম না। ভেবে ছিলাম হয়তো কাজ ব্যস্ত আছ তাই ফোন ধরছেনা। দিন শেষে সন্ধ্যার দিক বাড়ির বাউন্ডারির মধ্য দিয়ে প্রবেশ করে তার নাম ধরে ডাকলে তার কোন সাড়া শব্দ ছিল না। তখন বাড়ির পিছনের দরজা খোলা দেখে একটি ছেলে প্রবেশ করে সামনের গেইট খুলে দিলে ভিতর গিয়ে দেখি বোনকে মৃত অব¯ায় দেখে পুলিশকে খবর দেই। আমার বোনর গলায় আঘাতর চিহৃ দেখে মনে হয় কেউ হয়ত আমার বোনক খুন করে পালিয়েছে।

বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি (অবসরপ্রাপ্ত) সৈয়দ মনিরুল ইসলাম জানান, আমরা কেউ বাড়িতে থাকিনা। কেয়ারটেকার হিসেবে পিয়াসা আমার বাড়িতে একাই থাকে। আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রশাসনের কাছে অনুুরোধ এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে বহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ পাঠানা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ