প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চুক্তিবদ্ধ হওয়ার মাত্র দু'দিনের মাথায় সরকারি অনুদানের সিনেমা 'আশীর্বাদ' থেকে সরে দাঁড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ নিয়ে সিনেমাপাড়ায় শুরু হয়েছিলো জোর শোরগোল।
এবার জানা গেলো, সিনেমাটিতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে মাহিয়া মাহিকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশন। সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন মাহি-রোশন।
এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি ও রোশন। বুধবার (১৯ আগস্ট) রাতে প্রযোজক জেনিফার ফেরদৌসের বাসায় চুক্তিবদ্ধ হন তারা দু'জন। এমনটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক নিজেই।
এর আগে 'আশীর্বাদ'-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তির দু'দিন পরেই সিনেমা থেকে সরে দাঁড়ান অপু। তবে প্রযোজক জেনিফারের কথায়, অপু নিজের ইচ্ছাই সরে যাননি, অপেশাদার আচরণের কারণে আমরাই তাকে বাদ দিয়েছি।
'আশীর্বাদ' সিনেমাটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, ইতোমধ্যে সিনেমার প্রধান দুই চরিত্র চুক্তিবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত হবে সিনেমাটি। আশা করছি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুটিং শুরু করতে পারব।
মাহি-রোশনের কথায়, মানিক ভাই একজন গুণী পরিচালক। তার সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এরকম গল্পের সিনেমার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আমরা।
২০১৯-২০ অর্থবছরে মোট ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। যার মধ্যে 'আশীর্বাদ' অন্যতম। সিনেমাটির কাহিনীকার জেনিফার ফেরদৌস। আর সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।