Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৮:০৭ পিএম

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেটে সৌদি প্রবাসী মোঃ সিরাজুল ইসলামের বাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করবে।

জানা গেছে, আজ বুধবার সকাল ১০ টার দিকে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম বাসা থেকে বের হয়েলাল টেপ দিয়ে পেচানো একটি বস্তু দেখতে পান। এ সময় বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় জানান। খবর পেয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছান। বেলা ১ টার দিকে কেএম পি ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গির হোসেন, দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ও র‌্যাব ৬ এর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, ঘটনাস্থল পুলিশে ঘিরে রেখেছে। ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ