Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই সেনাসহ ভারতীয় ৫ নিরাপত্তাকর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীরে বারমুল্লা জেলায় কেরি এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় পাঁচ ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিন হামলাকারী বন্দুকযুদ্ধে মারা গেছেন। সোমবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত পর্যন্ত খন্ড গোলাগুলি চলে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সন্ত্রাসীরা সোমবার বড়মুল্লা জেলার কেরি এলাকায় যৌথবাহিনীর (নাকা পার্টি) সদস্যদের ওপর হামলা চালায়। এতে সিআরপিএফের দুই জওয়ান ও এক পুলিশ সদস্য মারা যান। সংঘর্ষের সময় গুলিতে আহত হন দুই সেনা সদস্য। এদের মধ্যে একজন সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন মঙ্গলবার মারা যান। ওই সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়বার দুই শীর্ষ স্থানীয় কমান্ডার সাজাদ আলিয়াস হায়দার ও উসমানসহ তিনজন নিহত হন। এর আগে সোমবার ডিজিপি দিলবাগ সিং জানান, সাজাদ এই মুহূর্তে উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। ২০১৬ সাল থেকে সে নাশকতাম‚লক কাজে যুক্ত হয়। অনেকটা বুরহান ওয়ানির ধাঁচে সে কাশ্মীরী তরুণদের জঙ্গি কার্যকলাপে শামিল করত। টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ