মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। তারা সম্পর্কে দুই ভাই। এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ।। নিহত দুই বাংলাদেশি হলেন- মোজাম্মেল হক রাসেল (৩০) ও তার ছোট ভাই হিমেল এ জয় (২৪)।
নিউ ইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়। এ সময় দুই ভাইসহ অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোক ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।
এ ঘটনায় মহসিন আহমেদ (২৩) ও কেনেডি অপি (১৮) নামে দুইজন আহত হন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রাসেল নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।