Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিনোদন কেন্দ্র খুলছে কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে কিছু শর্ত দিয়ে পাঁচ মাস পর আগামীকাল বৃহস্পতিবার থেকে সবার জন্য উম্মুক্ত হচ্ছে পর্যটন স্পটগুলো। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গতকাল ইনকিলাবকে বলেন, সংক্রমণ কমে আসায় সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে এসব পর্যটন স্পট চালু রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে যেতে হবে। করোনা সংক্রমণের শুরুতে গত ১৮ মার্চ বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিষতলা, ডিসি হিল, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিনোদনকেন্দ্রে লোকসমাগমের উপর নগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পর্যটন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। পাশাপাশি আনোয়ারার পারকি সৈকত, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়েরি পার্ক, সীতাকুÐ ও বাঁশখালীর ইকো পার্ক, মীরসরাইয়ের মহামায়া লেকসহ সব বিনোদন কেন্দ্রেই লকডাউনের আওতায় আনা হয়। এসব বিনোদন স্পটকে ঘিরে নানা ধরনের ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িতরা বিপাকে পড়েন। দীর্ঘদিন পর পর্যটনের দুয়ার খুলে যাওয়ার খবরে খুশি সবাই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনোদন

১৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ