Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি ভেজা ড্র টেস্টেও প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বৃষ্টির দাপটে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল আগেই। দ্বিতীয় টেস্টের শেষ দিনেও দেখা গেল বৃষ্টির দাপট। খেলা হতে পারল কেবল এক সেশন। অনুমিতভাবেই ড্র হল ইংল্যান্ড ও পাকিস্তানের সাউদাম্পটন টেস্ট। গতপরশু পঞ্চম ও শেষ দিন বৃষ্টির জন্য প্রথম দুই সেশনে খেলা সম্ভবই হয়নি। শেষ সেশনে খেলা শুরু হলে (৩৮.১ ওভার) জ্যাক ক্রলির ফিফটিতে ৪ উইকেটে ১১০ রান করার পর ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ম্যাচের গতিপথ নির্ধারিত থাকায় খামাখা সময় নষ্ট করতে চাননি তারা। ড্র মেনে নেন দুই অধিনায়ক। পাকিস্তানের রাজী না হওয়ার কোন কারণও ছিল না।
ওল্ড ট্র্যাফোর্ডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড।
তবে বৃষ্টি ভেজা এই ড্র টেস্টেও লম্বা লাফ দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। একমাত্র ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট নেন এই ইংলিশ পেসার। তার পরদিনই গতকাল আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠেন ৩৪ বছর বয়সী এই গতি তারকা। ব্রডের দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জেমস অ্যান্ডারসন এগিয়েছেন দুই ধাপ, আছেন ১৪তম স্থানে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসন ইনিংসে ৬০ রানে নেন ৩ উইকেট। দুই ধাপ এগিয়েছেন পকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসও, তিনি আছেন আটে। ২০১৮ সালের অক্টোবরে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছিলেন তিনি।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পাঁচে ফিরেছেন বাবর আজম। এর আগে গত ফেব্রæয়ারিতে প্রথমবার পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। একমাত্র ইনিংসে পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৪৭ রান। হাফ সেঞ্চুরি করা ওপেনার আবিদ আলি (৪৯তম) ও কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (৭৫তম) ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে আছেন। দুজনই এগিয়েছেন ১৯ ধাপ করে। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৮১তম স্থানে আছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। একমাত্র ইনিংসে তিনি করেন ৫৩ রান। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও অধিনায়ক জো রুট যথাক্রমে সপ্তম ও নবম স্থান ধরে রেখেছেন।
ব্যাটসম্যান ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের চ‚ড়ায় আছেন প্রথম টেস্টের পর ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া স্টোকস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ