মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল তাদের খোলা মাঠটিতে দেয়াল তুলবেন। যেমন ভাবা তেমন কাজ। ইট-সুরকি এনে শুরু করে দেওয়া হয় দেয়াল তোলার কাজ। নির্মাণ কাজের জন্য পাশেই তাঁবু টাঙিয়ে তৈরি করা হয় অস্থায়ী একটি স্থাপনা। অবশ্য এই দেয়াল তোলার পক্ষে নন স্থানীয়রা। তাইতো সোমবার সকালে প্রায় হাজার তিনেক স্থানীয়রা হামলে পড়েন সেখানে। তারা দেয়াল তোলার সামগ্রী থেকে শুরু করে ভেঙে গুঁড়িয়ে দেন অস্থায়ী স্থাপনাও। ইট, বালু, চেয়ার, ফ্যান কোনোটিই বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ম‚লত যে মাঠটিতে দেয়াল তোলার সিদ্ধান্ত হয়েছে সেটি স্থানীয়রাও বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন। যদিও এতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হচ্ছে না। এখানেই নিয়মিত হয় ঐতিহ্যবাহী পৌষ মেলা। যেখানে সবার অবাধ বিচরণ চলে। কিন্তু দেয়াল তুলে মাঠটিকে কুক্ষিগত করতে চেয়েছিল বলেই মনে করছে স্থানীয়রা। সে কারণেই তারা দেয়াল তোলার বিরোধিতা করে হামলা করেছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও এই দেয়াল তোলার পক্ষে নয়। তারাও চায় মাঠটি স্থানীয়রাও ব্যবহার করুক। হোক ঐতিহ্যবাহী পৌষ মেলাও। দেয়াল তুলে এখানে কনক্রিটের জঞ্জাল তৈরি করার কোনো মানে দেখছেন না ছাত্র-ছাত্রীরা। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।