প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকায় সিনেমার নন্দিত চিত্রনায়ক ফারুক। অভিনয়ের জন্য শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের কাছ থেকে পেয়েছেন 'মিয়া ভাই' উপাধি। তবে শুধু অভিনয়ই নয়, তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী ও সংসদ সদস্যও। আজ (১৮ আগস্ট) এই মানুষটির জন্মদিন।
তবে বিশেষ এই দিনটিতে ভালো নেই ফারুক। প্রচন্ড জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেল রোববার (১৬ আগস্ট) থেকে হাসপাতালে ভর্তি আছেন। এমনটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এ চিত্রতারকা নিজেই।
নিজের অসুস্থতার কথা জানিয়ে ফারুক বলেন, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলাম। পরে সন্দেহজনক মনে হলে হাসপাতালে ভর্তি হয়। তবে পরপর দু'বার করোনা টেস্ট করালেও সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
বিশেষ এই দিনটি উপলক্ষে ফারুক জানিয়েছেন, ১৯৭৫ সালের পর আমি কখনোই নিজের জন্মদিন পালন করিনি। কেননা এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যে মাসে বাঙালি জাতির স্থপতিকে হারিয়েছি, সেই মাসে কিছুতেই আনন্দ উল্লাস করতে আমার মন টানে না। এই দিনটিতে আমার কাছের মানুষ, শুভানুধ্যায়ী ও ভক্তরা শুভেচ্ছা জানান এতটুকুই।
চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালের ১৮ আগস্টে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত 'জলছবি' সিনেমা দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'আবার তোরা মানুষ হ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'সারেং বৌ', 'গোলাপী এখন ট্রেনে', 'দিন যায় কথা থাকে' অন্যতম।
১৯৭৫ সালে 'লাঠিয়াল' সিনেমার জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি। পাশাপাশি ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন নায়ক। এছাড়া ২০১৮ সাল থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন ফারুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।