গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুরের বাড়ি রংপুরে। রড মিস্ত্রির কাজ করতেন তিনি।
তার সহকর্মী আ. রহিম জানান, বনানীতে একটি ভবন নির্মাণের জন্য মাটির নিচে পাইলিং করে কাজ করছিলেন তারা। সকালে মাটির গর্ত থেকে লোহার মই ওপরে উঠানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আমিনুর। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ভবনের অন্য নির্মাণ শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন। বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।