মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কে লাল সিং চাড্ডার শ্যুট করতে গিয়ে সে দেশের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আমির খান। এমিনি এরদোগান ও আমির খানের সাক্ষাতের সেই ছবি এখন সোশাল মিডিয়াতে ট্রেন্ডিং। চরমপন্থী নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। পাকিস্তানের সংসদে কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মন্তব্যকে ভালোভাবে নেয়নি বিজেপি সরকার। তাই আমির খানের এ সিদ্ধান্তের বিরোধিতা করে সরব নেট দুনিয়ার চরমপন্থীদের একাংশ।
এদিকে আমির খানের এ ছবি টুইট করে এমিনি এরদোগান লিখেছেন, ‘বিশ্বখ্যাত ভারতীয় অভিনেতা আমির খানের লাল সিং চাড্ডা দেখার অপেক্ষায় রইলাম’। তিনি আরও লিখেছেন, ‘আমির খানের সঙ্গে সাক্ষাৎ করে আমি অভিভ‚ত। তিনি ছবির শ্যুটিং করতে ইস্তাম্বুল এসেছিলেন। শুনে ভালো লাগলো তুরস্কের একাধিক জায়গায় এ ছবির শ্যুটিং করতে আগ্রহ দেখিয়েছেন আমির খান’।
চলতি মাসের প্রথমেই এ ছবির শেষ কয়েকটি দৃশ্যের শ্যুটিং করতে তুরস্কে গিয়েছিলেন আমির খান। সে সময় হয়েছে এ সৌজন্য সাক্ষাৎ। করোনা আবহে অক্ষয় কুমারের বেল বটম আর লাল সিং চাড্ডার শ্যুটিং হয়েছে আন্তর্জাতিক ময়দানে।
অদ্বৈত চন্দন পরিচালিত এ ছবি ফরেস্ট গাম্প ছবির বলিউড রিমেক। ছবিটিতে রয়েছেন কারিনা কাপুরও। যদিও একবছর পিছিয়ে গেছে ছবিমুক্তি। ২০২১-এর ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।