প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী এফ এ সুমন। গানের নাম ‘কেন আমার মরণ আসেনা’। গানটি লিখেছেন, সুর করেছেন শোয়েব চৌধুরী এবং সঙ্গীতায়োজন করেছেন রানা আকন্দ। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে রাজধানীর নিকেতনে ক্রাউন মিউজিকের নিজস্ব স্টুডিওতে। গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘কেন আমার মরণ আসেনা খুব সুন্দর একটি গান। গানটি যিনি লিখেছেন আমার খুব কাছের বড় ভাই। একটি অসাধারণ গীতিকবিতা। মন ছুঁয়ে যাবার মতো। তিনি নিজেই গানটির সুর করেছেন। গানটির সঙ্গীতায়োজনও চমৎকার হয়েছে। আমি নিজে গানটি নিয়ে খুব আশাবাদী।’ জানা যায়, শিগগিরই গানটি ক্রাউন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। কিছুদিন আগেই ইউটিউবে তার নিজের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছেন। অবশ্য এর আগেও তার একটি ইউটিউব চ্যানেল ছিলো। কিন্তু সেটি সাসপে- হয়ে যাবার পর নতুন করে ‘এফ এ সুমন অফিসিয়াল’ নামের নতুন একটি ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছেন। কয়েকবছর বছর আগে এফ এ সুমনের গাওয়া জনপ্রিয় গান ‘জানরে তুই’ সাত কোটি ভিউয়ার্স উপভোগ করেন। কিন্তু পরবর্তীতে গানটি নতুন করে জি-সিরিজের ইউটিউব চ্যানলে আপলোড করা হয়। সেখানেও গানটি এরইমধ্যে এক কোটি চব্বিশ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এক কোটি, দু’কোটি ঘরে এফ এ সুমনের প্রায় ১৪/১৫টি গান রয়েছে। তিন কোটির ঘরে রয়েছে একটি গান। সেটি হলো ‘ঘুম পাড়ানি বন্ধু’। কিছুদিন আগেই গানটি তিন কোটির ঘর অতিক্রম করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।