Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অসীম ক্ষমতা নিয়ে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হবেন ডেমোক্রেটপ্রার্থী বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৮:২০ পিএম

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হবেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এবং তিনি প্রায় অসীম ক্ষমতা নিয়েই হোয়াইট হাউজে প্রবেশ করবেন। বেশ কয়েকটি বিশ্লেষণী সংস্থা ও গবেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প একজন গড়পড়তা রিপাবলিকান প্রেসিডেন্টের চেয়ে অনেক খারাপ পারফর্ম করছেন। এটি প্রমাণ করা কঠিন হলেও অসম্ভব নয়। -সিএনএন

সব ধরনের জরিপে ট্রাম্প গড়ে পিছিয়ে আছেন ৮ পয়েন্ট। গত শতকের শুরুতে জরিপ শুরুর পর যা একটি রেকর্ড। কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের এতোটা খারাপ অবস্থায় পড়াটা নজিরহীন। এ বছরের সব ইন্টারভিউ জরিপ এবং সমীক্ষাই বলছে, জো বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে আছেন ট্রাম্প। এমনকি কংগ্রেস নির্বাচনেও হেরে যাবেন রিপাবলিকানরা। সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন সিনেটেও।অন্তত একটি ইনডিকেটর ব্যবহার করে ট্রাম্পের দুর্বলতা ব্যাখ্যা করা সম্ভব। এই ইনডিকেটর এমনকি তার দলকেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

এদিকে রিপাবলিকান দলের একটি অভ্যন্তরীণ জরিপ বলছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভরাডুবির ব্যাপারে প্রায় নিশ্চিত দলটির অধিকাংশ নেতা। তাই তারা কংগ্রেস নির্বাচন নিয়ে বেশি আগ্রহী। কারণ, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে চাপে ফেলা যাবে। তবে সেই জরিপই বলছে, কংগ্রেসেও জিততে পারবে না রিপাবলিকানরা।



 

Show all comments
  • KAZI M HOSSAIN ১৭ আগস্ট, ২০২০, ৮:১৬ এএম says : 1
    joy Trump, we need Trump by any means, he has light for American. To move forward America we need Trump, to use our product, to use our brain, to fight over world for our supremacy we need Trump, no mouse to comprise the the America
    Total Reply(0) Reply
  • অনুপ ১৮ আগস্ট, ২০২০, ৮:৪৩ এএম says : 0
    যারা বোকার স্বর্গে বাস করে, তারা এমনটাই ভাবে। বাস্তব চিত্র ভিন্নও হতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ