মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগের থেকে একটু সুস্থ হয়ে উঠেছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রোববার তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। খুব শীঘ্রই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
এখনও ভেন্টিলেটরেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তবে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল বলে ট্যুইট করে জানিয়েছেন অভিজিৎ। তিনি লেখেন, ‘গতকাল বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈশ্বরের ইচ্ছায় ও আপনাদের শুভ কামনায় তিনি এখন আগের থেকে অনেকটা ভালো আছেন এবং স্থিতিশীল রয়েছেন। সব ভাইটাল প্যারামিটার স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি খুব শিগগিরই আমাদের কাছে ফিরে আসবেন। ধন্যবাদ।’
রোববার সেনা হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেটরি সাপোর্টেই রয়েছেন। হাসপাতালের তরফে আরও জানানো হয়, ‘তার বিভিন্ন কো-মর্বিটিজ রয়েছে। তার ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’
শনিবার প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় গত বছরের স্বাধীনতা দিবসের স্মৃতিচারণ করে বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘শৈশবে বাবা আর কাকা মিলে আমাদের পৈতৃক গ্রামে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করতেন। সেই তখন থেকে কোনও বছর স্বাধীনতা দিবস বাদ যায়নি যে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেননি। গত বছর বাড়িতে সেলিব্রেশনের কিছু স্মৃতি শেয়ার করছি। সামনের বছরও তিনি এগুলো আবার করবেন এ বিষয়ে আমি নিশ্চিত। জয় হিন্দ।’
প্রসঙ্গত, গত রোববার বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তার। সেখানে কোভিড সংক্রমণও ধরা পড়ে তার। তার পর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন তিনি। এরপর পরিস্থিতির আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।