Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দুর্বলতা স্পষ্ট : সিনেটর মারফি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ২:২৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস মারফি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী মার্কিন প্রস্তাব পাস না হওয়ার মানে তেহরানের মোকাবিলায় ওয়াশিংটনের দুর্বলতা প্রকাশ। কানেক্টিকাট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেটিক এই সিনেটর এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।–পার্সটুডে

টুইটে তিনি লিখেছেন, নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়ার ঘটনা ‘যুক্তরাষ্ট্রের জন্য শুধু পরাজয়ই ছিল না, সেইসঙ্গে কেলেঙ্কারিও বয়ে এনেছে।’ সিনেটর মারফি বলেন, এই ঘটনা আরেকবার প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র কতখানি দুর্বল হয়ে পড়েছে। কোভিডের কারণে অনলাইনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ওই প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে যায়।

ডোমিনিকান রিপাবলিক ছাড়া আর কোনো দেশ প্রস্তাবটির পক্ষে ভোট না দেয়ায় সেটি নাকচ হয়ে গেছে। এখন ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পথে আর কোনো বাধা থাকলো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ