Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, বিজেপি নেতাকে পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:৪২ পিএম

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শনিবার সকালে হুগলির খানাকুলের সাজুরঘাটে জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি নিয়ে তৃণমূল এবং বিজেপি দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে বিজেপি নেতা সুদর্শনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
উল্লেখ্য, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলির খানাকুলের সাজুরঘাটে জাতীয় পতাকা তোলার কর্মসূচি ছিল বিজেপি ও তৃণমূলের। সকাল সাড়ে ৮টা থেকে তৃণমূলের পক্ষ থেকে সড়কের এক দিকে কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টার দিকে বিজেপি রাস্তার উল্টো দিকে পতাকা তুলতে গেলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিজেপি নেতা সুদর্শন পরামাণিক (৩৮)-কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে তৃণমূলকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর পুরো এলাকা রণক্ষেত্র হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি লাশ নিয়ে বিক্ষোভ করে। প্রায় ২ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।
ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা খানাকুল বিধানসভা এলাকায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি।
বিজেপির আরামবাগের সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের অভিযোগ, রাজ্যে এমনই সরকার চলছে যে, স্বাধীনতা দিবসে পতাকা তুলতে গিয়ে বিরোধী দলের নেতাকে খুন হতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ