Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতারাতি ভারতে ৪৮ পাইলটকে ‘ছাঁটাই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১০:২২ এএম | আপডেট : ১১:৩৬ এএম, ১৬ আগস্ট, ২০২০

নানামুখি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদির সরকার। এবার এক রাতে ৪৮ পাইলটকে ছাটাই করে নতুন বির্তকের সৃষ্টি করেছে সরকার।
পাইলটরা বলছেন তাদের ছাঁটাই করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে পদত্যাগপত্র গ্রহণ। নভেল করোনাভাইরাসের সময় এয়ার ইন্ডিয়া থেকে হঠাৎ ৪৮ পাইলটের চাকরি যাওয়ার পর অস্থিরতা সৃষ্টি হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, একাধিক বেসরকারি বিমান সংস্থা কর্মী ছাঁটাই থেকে শুরু করে বিনা বেতনে ছুটি দিয়েছে কর্মীদের। এবার এয়ার ইন্ডিয়া চরম পদক্ষেপ নিল।

করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে বিমান পরিবহন। পাইলটদের সংগঠনগুলো এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই ছাঁটাই একেবারেই বেআইনি বলে অভিযোগ করেছেন তারা। আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন।

তাদের দাবি, এই ছাঁটাই কোনো ভাবেই আইনি পথে হয়নি।

ছাঁটাইয়ের অভিযোগ অস্বীকার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আবার দাবি করেছে, তারা ছাঁটাই করেননি। যারা আগে থেকে পদত্যাগ করেছিল তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে মাত্র।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০১৯ সালে এই পাইলটরা নিজেদের কাজ ছাড়তে চেয়ে ইস্তফা দিয়েছিলেন। এরপর ৬ মাস নোটিশ পর্যায়ে ছিলেন তারা।

তবে পাইলটরা বলছেন, কয়েক জন মাত্র পদত্যাগ করেছিলেন।

‘পদত্যাগপত্র গ্রহণের’ নেপথ্যে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের যুক্তি, ‘সংস্থার অর্থনৈতিক বাধ্যবাধকতা এবং করোনার কারণে বাণিজ্যিক কাজকর্ম বন্ধ থাকায় এই পদক্ষেপ নিতে হয়েছে।’

চিঠিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতির আগে যে সংখ্যক ফ্লাইট চলাচল করত এখন তা কমে ভগ্নাংশে নেমে এসেছে। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে কোম্পানি বিপুল লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন বেতন দেওয়ার ক্ষমতা নেই।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ