বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রতিবেশী এক মাছ বিক্রেতাকে হত্যার পর টুকরা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ইউনিয়নের কেশবপুর থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ছুরিকাঘাতে ওই মাছ বিক্রেতাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। খুনের শিকার মো. নুরুদ্দিনের (৩৭) বাড়ি নোয়াখালী জেলায়। সীতাকুণ্ডে তিনি মাছের ব্যবসা করতেন। পরিবার নিয়ে থাকতেন ফৌজদারহাটের কেশবপুরে।
এ ঘটনায় গ্রেফতার রোমান মিয়া (২৬) পেশায় অটোরিকশা চালক। হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বাসিন্দা এ যুবক থাকেন সীতাকুণ্ডের একই এলাকায়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বৃহস্পতিবার থেকে নুরুদ্দিনকে না পেয়ে তার বাসার মালিক বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে জানান। স্থানীয়রা ঘটনার জন্য রোমানকে সন্দেহ করে আটক করে। পরে সে ছুরিকাঘাতে খুন করে নুরুদ্দিনের লাশ বাড়ির সামনে মুরগির ঘরে মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করে।
রোমান জানিয়েছে, নুরুদ্দিন স্ত্রীকে মারধর করত। সেজন্য তাকে খুন করেছে। এ ঘটনায় নুরুদ্দিনের স্ত্রীও জড়িত বলে পুলিশের সন্দেহ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।