Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে নির্বাচনে অংশ নিতে ৭ সহস্রাধিক আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

নভেম্বরে অনুষ্ঠিতব্য মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশ নিতে ৭,০০৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৮০০ বেশি। সবচেয়ে বেশি প্রার্থী হতে আগ্রহী ইয়াঙ্গুন অঞ্চল থেকে, ৯৫৫ জন। আর সবচেয়ে কম রাজধানী নেপিদো থেকে, ৭৬ জন। রাজ্য পর্যায়ে বেশি আগ্রহ দেখা গেছে শান রাজ্যে, ১০২৪ জন। রাখাইন রাজ্য থেকে আবেদন করেছেন ৩৮৬ জন। নির্বাচনী সাব-কমিটি এখন দরখাস্তগুলো যাচাই-বাছাই করছে। আগামী সোমবারের মধ্যে এই কাজ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন প্রার্থী তালিকা ঘোষণা করবে। ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) জানায়, ২০১৫ নির্বাচনে মোট ৬,১৮৯ জনকে প্রার্থী করা হয়। তাদের মধ্যে ৩৯ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তখন যাচাইয়ের পর ৭৫ জনের আবেদন বাতিল করেছিলো ইসি। ইরাবতি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ