Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফেসবুকে অপপ্রচার নিয়ে ডিপজলের ক্ষোভ ও প্রতিবাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:২৯ পিএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারীকে গতকাল গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান। মামলা নম্বর ৮/১৭৮। এ ব্যাপারে ডিপজলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জামাল পাটোয়ারি চলচ্চিত্রে অভিনয় করেন, এটা আমার জানা নেই। আমি তাকে চিনিও না। তার সাথে আমার কোনো ধরনের পরিচয়ও নেই। তারপরও কেন সে আমাকে নিয়ে এমন মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার করেছে তাতে আমি বিস্মিত। আমি ডিপজল সবসময় চলচ্চিত্রের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। তাদের যথাসাধ্য সহযোগিতা করছি এবং করে যাচ্ছি। কেউ বলতে পারবে না, আমি কারো ক্ষতি করেছি। চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষের ভালবাসা আমার রক্তের সঙ্গে মিশে আছে। তিনি বলেন, চলচ্চিত্র এখন অত্যন্ত কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি কিভাবে চলচ্চিত্রকে আবার দাঁড় করানো যায়। এ সময়ে এসে একটি কুচক্রী মহল চলচ্চিত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে ধ্বংস করার পায়তারা করছে, যা খুবই দুঃখজনক। কারো যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, রাগ, ক্ষোভ, অভিমান থাকে, তাহলে সে বা তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিমাংসা করতে পারে। তা না করে, ব্যক্তিগত ঈর্ষা ও হিংসা থেকে কারো মানসম্মানকে হেয় করে পাবলিকলি প্রচার করা অত্যন্ত গর্হিত ও অপরাধমূলক কাজ। ডিপজল বলেন, আমরা চলচ্চিত্রের সকলে মিলে একটি পরিবার। এক পরিবারে বসবাস করলে মান-অভিমান, ঝগড়া-ঝাটি হতেই পারে এবং তা পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে মিটমাটও করা যায়। জামাল পাটোয়ারী যে জঘন্য কাজ করেছে, তা শুধু অপরাধ নয়, অন্যায়। সে প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছে। এটা কোনোভাবেই বরদাশত করা যায় না। খোঁজ নিয়ে যতদূর জেনেছি, তার নেতিবাচক কার্যকলাপের কারণে বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ ধরনের কাজ চলচ্চিত্রের কোনো মানুষ করতে পারে না। আমাকে নিয়ে তার এই জঘন্য অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, জামাল পাটোয়ারী এর আগেও ফেসবুকে বিভিন্ন সময় আমাদের নিয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং কুরুচিপূর্ণ কথা প্রচার করেছে, যা পুরো চলচ্চিত্র পরিবারের জন্য অত্যন্ত অসম্মানের। এ কাজ একবার করেনি, একাধিকবার করেন। তাকে সতর্ক করা হলেও, সে এ অপপ্রচার বন্ধ করেনি। ফলে বাধ্য হয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এরকম মিথ্যা-বানোয়াট, কুরুচিপূর্ণ ভিডিও যারা প্রকাশ করছে ও এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ