Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউ) পরিচালিত ঐ স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি সেনারা। জাতিসংঘ শরণার্থী সংস্থা মিডল ইস্ট মনিটরে বলা হয়েছে, পশ্চিম গাজার আল-সাথি শরণার্থী শিবিরে যুদ্ধবিমান নিয়ে অবৈধভাবে ঢুকে এ হামলা চালানো হয়। এ হামলায় বিদ্যালয়ের ভবনের বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হতাহত এড়াতে দ্রুত স্কুলের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামাসের মুখপাত্র ফওজি বারহৌম এক বিবৃতিতে বলেন, ইসরাইলের এই আক্রমণাত্মক নীতি গাজায় আমাদের জন-জীবনকে আরো সংকটময় করে তুলেছে। আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ