Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

৪৮ হাজার ছাড়াল ভারতে করোনায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১০:২৩ এএম

সরকারি হিসাবে করোনাভাইরাসের ভারতে মৃত্যুর সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। অন্য দিনে সংক্রমণের সংখ্যা প্রতিদিন দ্রুত বাড়ছে। গড়ে ৬০-৬২ মানুষ প্রতিদিন শনাক্ত হচ্ছেন। মোট করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৪ লাখ ৬০ হাজার মানুষের।

দ্য হিন্দুর শুক্রবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, দেশটিতে করোনায় মারা গেছেন ৪৮ হাজার ১৫০ জন। শনাক্ত হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ৪৬৬ জন রোগী।

গত কয়েক দিন ধরে দৈনিক করোনা শনাক্তে বিশ্বে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। কেবল একদিনেই ৭০ হাজারের বেশি করোনা রোগী শনাক্তের কথা জানায় বৃহস্পতিবার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতে মোট করোনা সংক্রমণের ৮০ শতাংশই ১০ রাজ্যে।

করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। আর মৃতের হিসাবে যুক্তরাজ্যকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে দেশটি।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৭ লাখ ৫৪ হাজার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ