প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইত্যাদিখ্যাত সঙ্গীতশিল্পী আকবর। গত ৩১ জুলাই থেকে তিনি শয্যাশায়ী। তার হাত আর দুই পা পুরোপুরি অবশ। ঠিকমতো কথাও বলতে পারছেন না। কোনো কিছু খেতেও পারছেন না। আকবরের স্ত্রী জানিয়েছেন, তার কোনো কিছু হলে আমরা হানিফ সংকেত স্যারের সঙ্গে যোগাযোগ করি। তিনি পরামর্শ দিয়েছেন, পশ্চিমবঙ্গের কেপিসি হাসপাতালের ডাক্তার সুজাতা সেন গুপ্তার সঙ্গে যোগাযোগ করতে। এর আগে তিনি আকবরের চিকিৎসা করেছেন। তার পরামর্শ মতো ডাক্তার সুজাতা সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু করোনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পাবো কিনা, জানি না। বড় কষ্টে দিন যাচ্ছে, সবার কাছে দোয়া চাই। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রক্তনালীর ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনী রোগে আক্রান্ত হন আকবর। সে বছরই হানিফ সংকেতের সহায়তায় কেপিসি হাসপাতালের চিকিৎসায় সুস্থ হন আকবর। বছর দেড়েক পর আবার দেখা দেয় একই সমস্যা। এরপর পিজি থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। তবে কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার তার সমস্যা আরও গুরুতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।