Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুতর অসুস্থ ইত্যাদিখ্যাত আকবর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১০:১৯ এএম

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইত্যাদিখ্যাত সঙ্গীতশিল্পী আকবর। গত ৩১ জুলাই থেকে তিনি শয্যাশায়ী। তার হাত আর দুই পা পুরোপুরি অবশ। ঠিকমতো কথাও বলতে পারছেন না। কোনো কিছু খেতেও পারছেন না। আকবরের স্ত্রী জানিয়েছেন, তার কোনো কিছু হলে আমরা হানিফ সংকেত স্যারের সঙ্গে যোগাযোগ করি। তিনি পরামর্শ দিয়েছেন, পশ্চিমবঙ্গের কেপিসি হাসপাতালের ডাক্তার সুজাতা সেন গুপ্তার সঙ্গে যোগাযোগ করতে। এর আগে তিনি আকবরের চিকিৎসা করেছেন। তার পরামর্শ মতো ডাক্তার সুজাতা সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু করোনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পাবো কিনা, জানি না। বড় কষ্টে দিন যাচ্ছে, সবার কাছে দোয়া চাই। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রক্তনালীর ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনী রোগে আক্রান্ত হন আকবর। সে বছরই হানিফ সংকেতের সহায়তায় কেপিসি হাসপাতালের চিকিৎসায় সুস্থ হন আকবর। বছর দেড়েক পর আবার দেখা দেয় একই সমস্যা। এরপর পিজি থেকে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। তবে কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার তার সমস্যা আরও গুরুতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ